ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

৪০ বছরেও দাবি পূরণ না হওয়ায় রাস্তায় ধানের চারা রোপণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২১

রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন। ছবি: একুশে টেলিভিশন

রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে নড়াইল শহর সংলগ্ন নাকসী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে গ্রামের মাত্র এক কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি পূরণ হয়নি এলাকাবাসীর। তাই কাঁদা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ভূক্তভোগীরা।

ভূক্তভোগী গ্রামবাসীর আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নাকসী গ্রামের রবিউল ইসলাম, চুন্নু মৃধা, আলামিন মৃধা, নাদিরা বেগম, হুরি বেগমসহ ভূক্তভোগীরা জানান, এই এলাকার আশেপাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

গ্রামের শতাধিক পরিবারের কৃষিপণ্য আনা-নেয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ রোগিদের হাসপাতালে যাতায়াত ছাড়াও নিত্যদিনের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। 

এছাড়া গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাঁদা রাস্তায় চলাচল করতে পারে না। 
ভূক্তভোগী গ্রামবাসী রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি