ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গাজীপুরে ৬টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ১২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:০৫, ১২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ৬টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টিসহ মোট ৯টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ উপলক্ষে রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পায়রা সেতুসহ সবগুলো সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বিআরটি প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।

ভার্চুয়ালী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন সচিব মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। 

পরে সড়ক পরিবহনমন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ছয়টি সেতু উদ্বোধন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি