ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ঘাটে ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

দৌলতদিয়ায় পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে ধীর গতি এবং রোরো ফেরির ঘাট স্বল্পতার কারণে পারাপার ব্যাহত হচ্ছে। এর ফলে গোয়ালন্দমোড় মহাসড়ক এলাকায় ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দৌলতদিয়া ও গোয়ালন্দমোড় মহাসড়ক এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। রোরো ফেরিঘাট সংকটে ভারী যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়ায় বর্তমানে ৫টি ফেরি ঘাট সচল রয়েছে। এর মধ্যে মাত্র ৫ ও ৭নং ঘাটে ভিড়তে পারছে রোরো ফেরি। বাকি তিনটি ৩, ৪ ও ৬নং ঘাট দিয়ে শুধু ছোট ইউটিলিটি ও কে-টাইপ ফেরি চলাচল করছে। এ ঘাটগুলোতে রোরো ফেরি ভিড়তে পারে না।

বিআইডব্লিটিএ’র উপ-প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, বর্তমানে ৫টি ফেরিঘাটের মধ্যে মাত্র ৫ ও ৭নং ঘাট দিয়ে ভারী যানবাহন নিয়ে রোরো ফেরি চলাচল করছে। বাকি তিনটি ফেরিঘাটে রোরো ফেরি ভিড়তে পারেনা, এ ঘাটগুলো দিয়ে শুধু ছোট ফেরি যানবাহন পারাপার করছে।

দৌলতদিয়ায় রোরো ফেরিঘাট সংখ্যায় কম থাকায় ভারী যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকতে পারে। বর্তমানে এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে বলে জানান উপ-প্রকৌশলী শাহ আলম।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি