ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ছোটভাইকে হত্যার দায়ে বড়ভাই-ভাতিজার যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৩, ৫ অক্টোবর ২০২১

রায়ের পর আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

রায়ের পর আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জে ছোটভাইকে হত্যার দায়ে বড়ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে তাদের।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এই আদেশ সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজল-এ-খোদা মোহাম্মদ নাসির। 

ঘটনার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি উত্তরপাড়া গ্ৰামের মৃত মজিবর রহমানের দুই ছেলে রহমত আলী ও নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ শুক্রবার জুমার নামাজবাদ তাদের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে নুরুল ইসলাম ও দুই পুত্র মোঃ হাসমাতুল্লাহ ও মোঃ হাসান আলী ভিকটিম রহমত আলীকে ধারালো চাকু ও শাবল দিয়ে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর নিহত রহমত আলীর স্ত্রী মোসাম্মৎ মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় নুরুল ইসলাম, হাসমাতুল্লাহ, হোসেন আলী ও মোছাঃ মাজেদা খাতুনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৮ জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আজ মঙ্গলবার আসামীগণের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসামি মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ মামলার পরিচালনা করেন পিপি আব্দুর রহমান এবং আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ।

পরে আসামি নুরুল ইসলাম, হাসমতল্লাহ ও হাসান আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি