ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ২২ কিলোমিটার জুড়ে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৪ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জের নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে দীর্ঘ ২১ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তবে ঢাকামুখী লেন সচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ এবং সড়ক ও জনপদ কর্মকর্তারা জানান, গত ১২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা সেতুর উপর খানাখন্দ মেরামতের কাজ চলমান রয়েছে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গগামী সকল যানবহন শহরের সড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু এই ঘোষণা না মানার কারণে পাবনা, রাজশাহী ও রংপুর মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। 

সেতু মেরামতের কাজ শুক্রবার পর্যন্ত চলমান থাকবে। সেজন্য সকল যানবহন চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

এদিকে, শহরের ভেতর দিয়ে সকল বাস চলাচল করার কারণে সিরাজগঞ্জের সকল আঞ্চলিক সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি