ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজবাড়ীতে ভূমিহীনদের মানববন্ধন কর্মসূচী পালন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ৩১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা। 

জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গড়াই নদীর জেগে উঠা চরের ৯.৪২ একর জমি বন্দোবস্ত পেলেও ভোগদখল করতে পারছে না ১৯টি ভূমিহীন পরিবার। রাতে ও দিনে এলাকার প্রভাবশালী চক্র জমি দখল করে চাষাবাদ শুরু করেছে। এতে দু’গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে রবিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে ওই সব ভূমিহীন পরিবারের সদস্যরা। 

কর্মসূচীতে বক্তৃতা করেন, মো. বদিউজ্জামান, আমজাদ হোসেন, আজিজ মহাজন, হাসান বিশ্বাস, মতিয়ার রহমানসহ অন্যান্যরা। পরে তারা জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি প্রদান করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি