ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেপজা অর্থনৈতিক অঞ্চলের সরঞ্জামে ৫ মাসে ৩ বার আগুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ১৫ নভেম্বর ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভরাট কাজে নিয়োজিত উপ-ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জামে ৫ মাসে ৩ বার আগুন দেয়া হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

সর্বশেষ গত ১১ নভেম্বর সন্ধ্যায় বিটিএস হোমস লিমিটেডের ১৬টি পিবিসি পাইপে আগুন দেয়া হয়। 

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্টোর এন্ড ফুয়েল ইনচার্জ মোমিনুল ইসলাম ভূইয়া। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুন বঙ্গবন্ধু শিল্পনগরের মেরিন ডাইক এলাকায় তাদের ১০টি পাইপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। অক্টোবর মাসে পুনরায় ৩টি পাইপে আগুন দেয়া হয়। এ সময়ে সাধারণ মানুষ তাৎক্ষনিক আগুন দেখে ফেলায় তেমন ক্ষতি হয়নি। এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। 

সর্বশেষ গত ১১ নভেম্বর সন্ধ্যায় প্রতিটি ৫ লাখ টাকা মূল্যের ২০ ফুটি ১৬টি পাইপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খবর পেয়ে মিরসরাই ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আতংকিত হয়ে পড়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প। এই প্রকল্পের কোন কাজে বাধা সৃষ্টি করা দেশ বিরোধী কাজের সামিল।

বিটিএস হোমসের প্রকল্প পরিচালক চৌধুরী এনায়তুল হক অপু জানান, গত পাঁচ মাসে তাদের সাইটের বিভিন্ন স্থানে ভরাট কাজে ব্যবহৃত ২২টি দামি পাইপ ও ৪টি বয় ফ্লোটারে আগুন দেয়া হয়। এতে তাদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি লিখিতভাবে বেজা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের দায়িত্বে থাকা শিল্প পুলিশ ও আনসার সদস্যদের জানানো হয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, জুন মাসের ঘটনায় দেয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সাথে কারা জড়িত নিশ্চিত হওয়া যাবে।

শিল্পনগরে দায়িত্বে থাকা শিল্প পুলিশের বিট ইনচার্জ রুহুল আমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড ডিফের্সের ফায়ার ফাইটার মোঃ সানা উল্ল্যাহ জানান, বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভরাট কাজের ব্যবহৃত পাইপে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি