ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পাহাড়ের দুর্গম এলাকায় কোভিড টিকা পৌঁছে দিল সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:২৯, ১৮ নভেম্বর ২০২১

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়নে কোভিড (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী ১ হাজার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে করোনাভাইরাসের টিকা পৌঁছে দিয়েছেন।  

বৃহস্পতিবার (১৮’ই নভেম্বর) টানা ৫ম বারের মত পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে মেডিকেল টিম প্রেরণ পূর্বক সেনাবাহিনী এ টিকা পৌঁছে দেন। আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যন্ত ও দুর্গম এ অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা প্রয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স এর কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর চৌকস মেডিকেল টিমের সদস্যরা এতে অংশ নেন। 

আরও বলা হয়, কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ঐ দুর্গম এলাকায় বসবাসকারী তৃণমূল পর্যায়ের সর্বমোট ১০০০ জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়।

এরুপ দূর্গম এলাকায় কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর এরুপ সহযোগীতা ভবিষ্যতেও সর্বদা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি