ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ফিরোজ হত্যা: একই পরিবারের ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ২১ নভেম্বর ২০২১

রায়ের উপর আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ

রায়ের উপর আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ

Ekushey Television Ltd.

নড়াইলে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আলমগীর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া (৫০)। এদিকে, বয়োবৃদ্ধ বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ (১০১ বছর) তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াগাতীর কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি উভয়পক্ষের মধ্যে শালিসের পর ওইদিনই বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজারের কাছে দেশি অস্ত্র দিয়ে হত্যা করা হয়। 

১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এদিকে, এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী রবিউল ইসলাম ভূঁইয়াসহ তার পরিবারের সদস্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি