ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হলেন তিন নারী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২৭ ডিসেম্বর ২০২১

নিকটাত্মীয় মারা গেছেন, তার লাশ দেখতে ব্যাটারী চালিত অটোরিক্সায় যাচ্ছিলেন তারা। পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন অটোরিক্সাচালক ও ওই পরিবারের আরও ৩ জন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিকান্দা-মৃধাকান্দা এলাকায় চাররাস্তার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী এলাকার শফি বেপারীর স্ত্রী ময়না বেগম (৫০), তার মেয়ে সুফিয়া বেগম (২৫) ও সুফিয়ার মামী রাহেলা বেগম (৪০)। 

এঘটনায় আহতরা হলেন সুফিয়ার চাচা রাজ্জাক বেপারী, চাচাতো ভাই পারভেজ, ফুফু মালা বেগম ও অটোরিক্সাচালক মিরাজ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত রাজ্জাকের ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজনকে নিয়ে ইজিবাইক চরে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। অটোরিক্সাটি মাঝিরকান্দা-মৃধাকান্দার চার রাস্তার মোড় অতিক্রম করার সময় দোহার থেকে নবাবগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। 

ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মালা বেগমের অবস্থা গুরুত্বর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি