ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

মানব পাচারকারী দু’সদস্য আটক, ভিকটিম উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ২৯ ডিসেম্বর ২০২১

সাতক্ষীরায় করোনারায় মানব পাচারকারী দুই সদস্য আটক করা হয়েছে। সেই সঙ্গে ভিকটিমকেও উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। 

আসামিদ্বয়ের বিরুদ্ধে কলারোয়া থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে। 

এর আগে সোমবার দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মানব পাচারকারী এক পুরুষকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফকির পাড়া মোড়ে পাকা রাস্তার উপর অবস্থান করছে। 

পরে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ওই স্থানে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিন মোল্লার ছেলে মাকসুদুজ্জামান (২৮) ও একই উপজেলার রাজপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে মফিজুল ফকির (৩০)কে আটক করেন র‌্যাব। 

এ সময় ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ডসহ নগদ ১ হাজার ৯১৫ টাকা জব্দ করা হয়। 

একই সঙ্গে ভিকটিম গাজিপুর সদর থানার উত্তর বিলাশপুর এলাকার মৃত মুকুন্দ লাল দাসের ছেলে আশিষ কুমার দাস (৪৫)কেও উদ্ধার করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি