ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ভারত ফেরত যাত্রীর করোনা শনাক্ত, স্বাস্থ্য বিভাগে তোলপাড়

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৩০ ডিসেম্বর ২০২১

ঘটনার পর বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা

ঘটনার পর বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা

ভারত থেকে করোনামুক্ত সনদ নিয়ে দেশে ফেরা যাত্রীর শরীরে করোনা ধরা পড়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগে যাত্রী তন্ময় মণ্ডল (২৫) শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার উচ্চমাত্রা ‘ওমিক্রনে’ আক্রান্ত কি-না তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্য বিভাগে।

বুধবার এই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত তন্ময় মণ্ডলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামে। তিনি মঙ্গলবার ভারত থেকে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে আসেন। ইমিগ্রেশন পার হয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। এ সময় স্ক্রিনিং পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। 

এই ঘটনায় স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। কিভাবে ভারত থেকে তিনি করোনামুক্ত সনদ পেলেন, নাকি ভিন্নভাবে সনদ সংগ্রহ করলেন, ভারতের করোনা পরীক্ষা কতটুকু সঠিক? এসব প্রশ্ন নিয়ে দিনভর আলোচনা-সমালোচনা চলে। 

এ পরিস্থিতিতে তন্ময় মণ্ডলকে পুলিশ পাহারায় ভর্তি করা হয় যশোর ২৫০ শয্যা হাসপাতালে।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার ‘ওমিক্রন’ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত মোতাবেক বুধবার রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় ‘ওমিক্রন’ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনার একটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে এবং অপরটি ঢাকায় পাঠানো হয়েছে।

ভারত ফেরত তন্ময় মণ্ডল বলেন, প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য ও অন্যান্য কিছু কাজ নিয়ে তিনি ভারতে যান। ফেরার জন্য করোনা পরীক্ষা করান। গত সোমবার তার ফল আসে নেগেটিভ। তবে মঙ্গলবার চেকপোস্ট পার হওয়ার সময় আমার শরীরে তাপমাত্রা বেশি থাকায় আবার করোনা পরীক্ষা করাতে হয়। সেই পরীক্ষায় জানতে পারি আমি করোনা পজেটিভ। 

তিনি আরও জানান, তবে আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। এখন যশোর সদর হাসপাতালে ভর্তি আছি। আরও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, তন্ময় নামের একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রেড জোনে রাখা হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনকে বলে রেড জোন গেটে পুলিশি পাহারা বসানো হয়েছে।

এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেনাপোলে স্বাস্থ্য বিভাগের পরীক্ষা কেন্দ্রে ভারত ফেরতযাত্রী তন্ময় মণ্ডলের করোনা পরীক্ষা করা হয়। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি করোনার উচ্চমাত্রা ‘ওমিক্রন’ আক্রান্ত কি-না তা পরীক্ষা করা হচ্ছে।

এই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ বুধবার বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এখানে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম দেখেন এবং তারা নানা দিক নির্দেশনা দেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান (স্বাস্থ্য ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন। 

এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, পোর্ট থানা ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি