ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

১৫ দিন গভীর সাগরে ভেসেছিলেন ২০ জেলে

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৭, ১০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে যান দ্বীপজেলা ভোলার ২০ জেলে। এ অবস্থায় তারা টানা ১৫ দিন সাগরেই ভাসতে থাকেন। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানান কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। 

দুই দেশের সমঝোতায় রোববার (৯ জানুয়ারি) তাদেরকে দেশে নিয়ে আসে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)।

ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, কোস্টগার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ২০ জেলেকে গ্রহণ করেন তারা।

এসব জেলেরা হচ্ছেন- মোঃ নুরুল ইসলাম, মোঃ তাছিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ বেল্লাল, মোঃ আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মোঃ মিরাজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ হারুন, মোঃ জামাল, মোঃ বসর, মোঃ মোস্তাফিজ, মোঃ সোলাইমান, মোঃ আবু জাহের, মোঃ রিপন ও মোঃ দেলোয়ার। 

তাদের সবার বাড়ি ভোলার চরফ্যাশান উপজেলায়। 

এদিকে, সোমবার (১০ জানুয়ারি) সকালে ফিসিং ট্রলারসহ তাদেরকে মহাজন আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্টগার্ড।

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ওই জেলেদের নিয়ে ট্রলার ‘এফবি আল্লার দান’ ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় সীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ফিসিং ট্রলারসহ ওই ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি