ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কবুতরের খাচায় আটকে পড়া ঈগলটি অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১১ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি ঈগল পাখি অবমুক্ত করা হয়েছে। কবুতরের বাচ্চা খাওয়ার জন্য এসে আটকা পড়ে ঈগলটি। পরে পাখিটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় লাউয়াছড়া বনের জানকী ছড়ায় ঈগল পাখিটি অবমুক্ত করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বনসংরক্ষক শ্যামল কুমার মিএ। 

এ সময়ে উপস্থিত ছিলেন ফরেস্ট এফজি সুব্রত সরকার, তাজুল ইসলাম ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় আজমির ময়দার মিলে পালিত কবুতরের বাচ্চা খাওয়ার জন্য এসে ঈগলটি পিঞ্জিরায় আটকা পড়ে। পরে সেখান থেকে পাখিটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, একসময় প্রচুর পরিমাণে ঈগলের বসবাস ছিলো এই এলাকায়। এখন অনেকটাই কমে গেছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি