ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বেনাপোলে ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল চোরাকারবারী ভারত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করবে এধরণের সংবাদে রোববার (১৬ জানুয়ারি) ৪টার দিকে বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার মো. আকবর আলীর নেতৃত্বে একটি দল বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। 

বিজিবির বিশেষ টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মধ্যপাড়া মসজিদের পাশের উক্ত মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করার জন্য যশোর বিজিবি ব্যাটালিয়ন জমা জমা করা হবে বলে ওই কর্মকর্তা জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি