ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কবর থেকে ১৬ কংকাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৯ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে। 

স্থানীয় আলমাস আলী জানান, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় দুই বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবর খোড়া। বিষয়টি সন্দেহ হলে একটা কবর খুলে দেখা যায় কবরে কঙ্কাল নেই। এরপর বাকি ১৫টি কবরেও কোনোটিতেই লাশ কিংবা কঙ্কাল পাওয়া যায়নি। 

এলাকাবাসীরা বলছেন, সংঘবদ্ধ চোর এসব কঙ্কাল চুরি করেছে। আড়াই বছর আগেও এই করবস্থান থেকে ৪-৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, গত সোমবার গ্রামের একজনকে দাফনের জন্য কবরস্থানে যায় গ্রামবাসী। তারা দেখতে পান ১৬টি কবর খোড়া। তার ভেতরে লাশ বা কঙ্কাল কিছুই নাই। পরে বিষয়টি জানাজানি হয়।

কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, সংবাদ পেয়ে কবরস্থানে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে, জানান তিনি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ব্যাপারটি এলাকাবাসী জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি