ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুমিল্লায় ইমামদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৬ মার্চ ২০২২

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদেরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ মার্চ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ৫০ জন ইমামকে নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিক ফাউন্ডেসনের উপপরিচালক  সরকার সারোয়ার আলম এবং সভাপতি ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ  ইকবাল হোসেন ও মোঃ গোলাম মোস্তাফা এবং অনান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  
 
অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর  ইকবাল হোসেনের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সরকার সারোয়ার আলম বলেন,  অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে ইমামদের ভুমিকা অপরিসীম কারণ ইমামরা জনগণের সাথে সবচেয়ে বেশি যুক্ত থাকেন, ইমামরাই নিরাপদ অভিবাসনে কার্যকর ভুমিকা পালন করতে পারেন। 

তিনি আরো বলেন, একমাত্র ইমামরাই পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়। 

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ গোলাম মোস্তাফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে ইমামদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। 

বিদেশগামীদের প্রশিক্ষণের গুরুত্ব ও এ সম্পর্কে করনীয়, নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। 

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি। 

প্রধান অতিথির বক্তৃতায় কুমিল্লা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, নিরাপদ অভবাসনের তথ্য প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াও একটি ধর্মীয় কাজের অংশ। মানব পাচার প্রতিরোধ ও অনিরাপদ অভিবাসন প্রতিরোধে ইমাম জনগোষ্ঠীর আরো সম্পৃক্ত হওয়া দরকার। 

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি