ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নড়াইলে অস্ত্র মামলায় কোবরা বাবুলের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ৮ মার্চ ২০২২

নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া অপর দুই আসামি গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। পলাতক কোবরা বাবুল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়া বিশ্বাসের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগস্ট শহরের ভওয়াখালী এলাকায় কোবরা বাবুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কোবরা বাবুল ও গ্রীল মাসুমকে আটক করে পুলিশ। 

এ সময়ে কোবরা বাবুলের কোমর থেকে ম্যাগজিনসহ ছয় রাউন্ডগুলি ভর্তি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার ঘর থেকে ১১ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়। 

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি