ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ১২ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার ওরফে হারানী (৬২)কে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাবাস দেয়া হয়েছে। 

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন। এ সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও ফেন্সিডিল রাখার দায়ে তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে ৫ হাজার জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

দণ্ডপ্রাপ্ত রহিমা আক্তার ওরফে হারানী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় সদর থানায় মামলা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় প্রদান করে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি