ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার হয়েছে। 

রোববার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
 
পুলিশের ধারণা রাতের কোন এক সময় কেউ শ্বাস রোধ করে হত্যা করেছে ফরিদাকে।

ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বাড়িতে থাকতেন ফরিদা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, “খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।”

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি