ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার

প্রকাশিত : ১৭:৩১, ১২ মে ২০২২

মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারী সহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তারা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ১১ জন শিশু।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা বলে জানায় এবং তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 

তবে মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া জানান, রোহিঙ্গারা ভারত থেকে আসছে কিনা এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য এর আগে মৌলভীবাজারের এই একই বাস ষ্ট্যান্ড থেকে গত বছরের ২৮ জুন ১৪ জন এবং ১৭ জুলাই ২১ জন শিশু ও নারী সহ আরো ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি