ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২২ মে ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনের অদূরে ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোরাদাহগামী সাটল ট্রেনে কাটা পেড়ে ওই ব্যক্তির মৃত্যুর হয়।

নিহত আনন্দ সরকার পৌরসভার ৮নং ওয়ার্ডের ড্রাই-আইস ফ্যাক্টারী এলাকার সুবল চন্দ্র সরকারের ছেলে। সে খালে-বিলে মাছ ধরে সংসার চালাতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কু‌ষ্টিয়াগামী ট্রেন আসলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে হয়‌তো তিনি এমন কাজ ক‌রে‌ছেন বলে জানান তারা।

রাজবাড়ী রেলও‌য়ে থানার এসআই মোঃ আসাদুজ্জামান জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পা‌ঠান হয়েছে। 

এ বিষ‌য়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লেও জানান তিনি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি