ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১২ জুন ২০২২

সিরাজগঞ্জের পৌরসভার ধীন এস এস রোডের একটি বাসা থেকে গৃহপরিচারিকা লিপি খাতুন (১৫)র লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) সকালে বুলবুল ওয়েল মিল গলির ফাতেমা বেগমের বাসা থেকে লাশ উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, ফাতেমা বেগমের বাড়িতে ৬ বছর ধরে কাজ করতেন নিহত লিপি খাতুন। তার বাড়ি লালমনিরহাটে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এদিকে ওই বাড়ির গৃহকর্তী ব্যাংক কর্মকর্তা এলিজা খাতুন জানান, “কর্মস্থলে যাবার পর সংবাদ পাই লিপি ফ্যানের সঙ্গে গলায় ওড়না বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি