ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

দেবব্রত ঘোষের বই ‘অভিবাসন বন্ধু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১ জুলাই ২০২২ | আপডেট: ১৯:৪১, ১ জুলাই ২০২২

লেখক দেবব্রত ঘোষের হাতে বই ‘অভিবাসন বন্ধু’।

লেখক দেবব্রত ঘোষের হাতে বই ‘অভিবাসন বন্ধু’।

দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং নজরকাড়া প্রাসঙ্গিক কভারপেজ সংবলিত নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণে প্রকাশিত হয়েছে দেবব্রত ঘোষের অভিবাসন বন্ধু (Migration Friend) বইটি।

চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীগণের সঠিক তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে মনে করেন লেখক দেবব্রত ঘোষ। 

অভিবাসন প্রত্যাশীদের কাছে সঠিক তথ্যের সংকুলান না থাকার কারণে প্রায়শই তাদেরকে প্রতারণার শিকার হতে হয়, অন্যের দ্বারস্থ হতে হয়। আর তখনই শুরু হয় প্রতারণার গল্প। শ্রম-অভিবাসন যেহেতু বাংলাদেশের অর্থনীতি অন্যতম চালিকাশক্তি, তাই এ বিষয়ে অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্যক ধারণা থাকা আবশ্যক। ‘অভিবাসন বন্ধু’ বইটি প্রকাশের সেটাই উদ্দেশ্য বলে জানান দেবব্রত ঘোষ। 

নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ কার্যক্রম এবং বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীগণের শ্রম-অভিবাসন সম্পর্কিত সঠিক তথ্য বিনামূল্যে প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ‘অভিবাসন বন্ধু’ নামের এই বইটি রচনা ও সংকলন করেছেন। 

বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা উন্মোচন এবং অভিবাসন প্রক্রিয়ায় ঝুঁকি নিরসনকল্পে জনসাধারণের দোর গোড়ায় শ্রম-অভিবাসন সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছানোর লক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক অনুমোদিত এই বইটি প্রকাশ করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা। 

বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহীদুল আলম বইটির ভূমিকা লিখেছেন এবং International Centre for Migration Policy Development (ICMPD) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ বইটি প্রকাশের ব্যয়ভার বহন করেছে।  

অভিবাসন বন্ধু বইটিতে পর্যায়ক্রমে আলোচিত হয়েছে:

১। অভিবাসন প্রক্রিয়া এবং মাধ্যম 

২। অভিবাসন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানসমূহ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি); ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড; বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল); জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও); প্রবাসী কল্যাণ ব্যাংক; বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)  

৩। অভিবাসন সম্পর্কিত আইনসমূহ: ক) বহির্গমন অধ্যাদেশ, ১৯৮২    খ) প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০ গ) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ ঘ) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ ঙ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮। 

৪। নীতি ও নীতিমালা: ক) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনাবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা, ২০১৫ খ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি, ২০১৬ গ) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা, ২০১৮ ঘ) প্রবাসী কর্মী বিমা নীতিমালা, ২০১৯ ঙ) কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী পুনর্বাসন ঋণ নীতিমালা, ২০২০।

৫। বিধিমালা: ক) বহির্গমন বিধিমালা, ২০০২ খ) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২ গ) রিক্রুটিং এজেন্ট আচরণ ও লাইসেন্স বিধিমালা, ২০০২ ঘ) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৭ ঙ) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯ চ) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট শ্রেণিবিভাগ) বিধিমালা, ২০২০। 

৬। পরিপত্রঃ ক) সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তালিকা খ) বিদেশগামী নারী কর্মীদের অধিকতর সুরক্ষা গ) বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক বিমা ব্যবস্থা। 

৭। বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তালিকা: ক) শ্রম কল্যাণ উইং-এর তালিকা খ) জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও)-এর তালিকা গ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর তালিকা ঘ) বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ডেস্ক-এর তালিকা ঙ) আইএমটি ও শিক্ষানবিশী প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা 

৮। অভিবাসন বিষয়ক এনজিও, আইএনজিও এবং অন্যান্যঃ রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু); ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম; ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ); বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক সমিতি (বমসা); বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে); ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম); আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও); ইউএন উইমেন বাংলাদেশ; ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি); উইনরক ইন্টারন্যাশনাল; ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি); হেলভেটাস বাংলাদেশ।

৯। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা    

লেখক ও সংকলক দেবব্রত ঘোষ জানান, ‘অভিবাসন বন্ধু’ বইটিতে বাংলাদেশে শ্রম-অভিবাসন সম্পর্কিত সামগ্রিক তথ্য সংযোজন করা হয়েছে যা সর্বস্তরের জনসাধারণের জন্য প্রয়োজনীয়। তিনি আরও জানান, জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে অভিবাসন বন্ধু বইটির সফটকপি উপরে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং বিনামূল্যে সেখান থেকে যে কেউ ডাউনলোড দিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি