ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

গাজীপুরে মহাসড়কগুলো যানজটহীন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ৯ জুলাই ২০২২

গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। তবে রয়েছে যানবাহনের স্বল্পতা এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ।

শনিবার (৯ জুলাই) সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেশি দেখা যায়নি। তারপরও যানবাহনের স্বল্পতার কারণে তাদের যেতে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। 

যাত্রীদের অভিযোগ, তাদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আবার অনেকের জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় মানুষের চাপ থাকলেও এ মহাসড়কও অনেকটা ফাঁকা রয়েছে। মহাসড়কের আইন-শৃঙ্খলা বাহিনী যাত্রীদের নিরাপত্তা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি