ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৫৮৪ গৃহহীন পাচ্ছে ঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুমিল্লায় আরো ৫৮৪ ঘর পাচ্ছেন গৃহহীনরা। চলতি মাসেই তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রথম ধাপে কুমিল্লায় ৫৯৫ টি ঘর প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ১ হাজার ২৯১ টি ঘরের মধ্যে ১ হাজার ২৬৫টি ঘর প্রদান করা হয়েছে। সর্বশেষ তৃতীয় ধাপে ১ হাজার ৯৭৯ টি ঘরের মধ্যে প্রথমেই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৪৬৬টি ঘর উদ্বোধন করেন এবং আগামী ২১ জুলাই আরো ৫৮৪টি ঘর উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসব ঘর ও জমিতে গৃহহীনরা শুধু মাথা গোঁজার ঠাঁই পেয়েছে এমন নয়, এ জায়গায় বসবাসের পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে সবুজায়ন, ক্ষুদ্র কুটির শিল্পসহ বিভিন্ন কাজ স্বেচ্ছায় হাতে নিয়েছে অধিবাসী।

তিনি বলেন, আমরা আশা করছি ধীরে ধীরে এসব মানুষ স্বাবলম্বী হয়ে উন্নত জীবন যাপনের দিকে এগিয়ে যাবেন। কোন কোন আশ্রয়ণ প্রকল্পের জন্য স্কুলও তৈরি করে দেয়া হয়েছে- যেন সে এলাকার শিশুরা পড়াশুনা করতে পারে।     

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি