ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপার নেমে এসেছে অর্ধেকে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ১৯ জুলাই ২০২২

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট হয়ে ঈদুল আজহার পর ৯ দিনে ২৬ হাজার ৫শ’ ৫৩টি যানবাহন পারাপার হয়েছে। প্রতিদিন গড়ে আড়াই হাজারেরও বেশি যানবাহন পার হয়েছে এ নৌরুট দিয়ে। তবে গত রমজানের ঈদের চেয়ে এ ঈদে পারাপারের সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

গত ঈদে এ নৌরুট হয়ে ১০ দিনে পার হয়েছিল ৪৬ হাজার যানবাহন। এদিকে ঈদুল আজহার ৯ দিন পার হলেও আজও এ রুট দিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন কর্মস্থলমুখী মানুষ।

পদ্মাসেতু চালু হওয়ায় যানবাহন ও যাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় ফেরি পারাপারের সংখ্যাও কমেছে এ নৌরুটে।

ঈদে এ রুট দিয়ে পারাপার হওয়া ২৬ হাজার ৫৫৩ যানবাহনের মধ্যে মোটরসাইকেল সবচেয়ে বেশি পার হয়েছে। মোটরসাইকেলের সংখ্যা ৮ হাজার, যাত্রীবাহী বাস ৫ হাজার ৪শ’, পণ্যবাহী ট্রাক ৪ হাজার ৯শ’ ৫০ এবং প্রাইভেটকার ও মাইক্রোবাস পার হয়েছে ৮ হাজার ২০৩টি।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, ঈদের পর গড়ে প্রতিদিন আড়াই হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে এ রুটে। তবে পদ্মাসেতু চালু হওয়ায় গত ঈদের চেয়ে এবার যানবাহন পারাপার কমেছে অর্ধেকে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি