ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

খালে মিললো নবজাতকের মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ১১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর গলাচিপায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা বারোটায় আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের খাল থেকে মেয়ের শিশুর মরদেহ ও তার মায়ের প্লাচেন্টা (ফুল) উদ্ধার করা হয়।

তবে শিশুটির মরদেহ ভেসে এসেছে কিনা কিংবা খালে ফেলে রেখে গেছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে ওই নবজাতকের মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি