ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৩৪ জেলে

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ২০ আগস্ট ২০২২ | আপডেট: ১২:২৭, ২০ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। হঠাৎ বৈরি আবহাওয়ায় পরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দেড় শতাধিক জেলেসহ ১১টি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। 

শুক্রবার দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তকতা সংকেত অব্যাহত এবং ঝড়ো বাতাস বইতে থাকায় সহাস্রাধিক মাছধরা ট্রলার ইতিমধ্যে কুয়াকাটা সংলগ্ন শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। 

ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় আশেপাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১২৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরও ৩৪ জেলে। 

উদ্ধার অভিযানে নেমেছেন একাধিক কোস্টগার্ড দল।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি