ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ২২ আগস্ট ২০২২

গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তুহিন নামের আরও এক যুবক আহত হয়েছেন। 

রোববার (২১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে সফিউদ্দিন কলেজ রোডের আউচপাড়া মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন টঙ্গীর বড় দেওড়া এলাকার ফজলুল হক পাটোয়ারীর ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম।

তিনি জানান, রাতে সফিউদ্দিন কলেজ রোডের মেরিট স্কুলের মোড়ে তাননসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলো। এসময় অজ্ঞাত প্রায় ২০-৩০ জন তাননকে এবং তুহিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাননকে মৃত ঘোষণা করেন। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি শাহআলম।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি