ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ভাঙনের কবলে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট, যানজটের সৃষ্টি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ৭ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীর গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এ কারণে ৫নং ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ডাম্পিং করছে বিআইডব্লিউটিএ।

এক সপ্তাহ ধরে নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে মঙ্গলবার বিকাল থেকে এ ভাঙ্গন দেখা দেয়। বর্তমানে ৫নং ফেরিঘাটের পন্টুন হাই ওয়াটার লেভেলে রাখা হয়েছে। 

বর্তমানে চলমান ৪টি ফেরিঘাটের মধ্যে তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। এ কারণে নদী পার হতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে।

এদিকে ৫নং রোরো ফেরিঘাটটি বন্ধ থাকায় এবং তীব্র স্রোতের কারণে পারাপার ব্যাহত হওয়ায় মহাসড়কে তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে গতকাল থেকে ৫নং ফেরিঘাটে ভাঙ্গন দেখা দেয়। তবে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ডাম্পিং করা হচ্ছে। এ ঘাটে যানবাহন ও ফেরি চলাচল বন্ধ রেখে পন্টুন হাই ওয়াটার লেভেলে রাখা হয়েছে। 

বর্তমানে দুটি রোরো ফেরি ঘাটের মধ্যে একটিসহ মোট তিনটি ফেরিঘাট সচল রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি