ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ডাকাতের গুলিতে ২ পুলিশসহ চারজন গুলিবিদ্ধ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদের গুলিবর্ষণে দুই পুলিশসহ ৪ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে কুয়াকাটা পৌরসভা সংলগ্ন পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের সশস্ত্র ডাকাতদল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা সেখানকার আজিজ মাস্টার বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক প্রতিবেশিরা টের পেয়ে পুলিশকে ফোন দিলে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গ্রামবাসীকে নিয়ে পাকড়াওয়ের চেষ্টাকালে ডাকাতরা পুলিশকে লক্ষ্যকরে শটগান দিয়ে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল এবং স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ আহত হন। ততক্ষণে ডাকাতদল সটকে পড়ে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় ডাকাতরা শটগানের গুলি ছুড়লে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে এদের চিকিৎসা দেওয়া হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি