ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজবাড়ীতে পাইপগান-ককটেলসহ গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে দেশীয় পাইপগান, ছোরা-ধারালো রামদা ও ককটেলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের সোহরাব মণ্ডলের ছেলে মোঃ রুবেল হোসেন, একই এলাকার জিয়ারুল মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল, ফজলুল শেখের ছেলে খোকন শেখ ও আকবর মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি