ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে বিশ্ব ডিম দিবস পালিত 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ১৪ অক্টোবর ২০২২

‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সবুজনগর এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদ্রাসার শিক্ষার্থী ও প্রাণিসম্পদ কর্মকর্তা, কর্মচারীদের ডিম খাওয়ানো হয়। 

এসময় র‌্যালী ও ডিম খাওয়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ খুরশিদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ জিয়াউর রহমানসহ অন্যান্য প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীরা।  
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি