ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

যমুনায় মা-ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ১৬ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরায় ২২ জেলেকে আটক করেছে ভাম্যমান আদালত। আটককৃত প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার সকালে আটককৃতদের দণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন। 

অভিযান চলাকালে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। 

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন চৌহালীর করুয়াজানীর আমিরুল ইসলাম (৪২), শেখ চাঁদপাড়ার আব্দুল আওয়াল (৪৫), বেলায়েত হোসেন (৪৫), ইউনুস আলী (২৬), কাউয়ুম হোসেন (২২), মোঃ সুরুজ্জামান (২৩), চালুহারার সোহেল রানা (২৭), রুহুল আমিন (৩০), ছানোয়ার হোসেন (৩৫), লুৎফর রহমান (৩৫), মুরাদপুরের ইউসুফ আলী (২৫), সোহেল রানা (৩০), মোঃ রানা (৩০), সিরাজুল ইসলাম (৪৫), ফুলাহারার বানিছ আলী (৪৩), বারুবাড়িয়ার শাখাওয়াত হোসেন (৩৫), গোশাইবাড়ির বেলাল হোসেন (২৩), খাসপুখুরিয়ার শাহ আলম (৪০), মিছিরিগাঁতীর ফারুক সরকার (৩০), সাইফুল সরকার (৫৫), রুবেল ফকির (২৬) ও মোশারফ হোসেন (২০)।

চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা জারি করার পর থেকে চৌহালীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা রাখছে। শনিবার রাতভর যমুনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ জন জেলেকে আটক করে সাজা প্রদান, জাল ও মাছ জব্দ করা হয়।  

এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ পুলিশ-আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি