ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবিতে গণঅনশন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইনসহ ৭ দফা দাবিতে গণঅনশন পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মাবলম্বীলা। 

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে দাবি বাস্তবায়নে গণঅনশনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। 

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যন্ত নরসিংদী সদর রোডে আয়োজিত এই গণঅনশনে হিন্দু-বৌদ্ধরা অংশ নেয়।

এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ অহিভুষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, ঢাবি সিনেট সদস্য ও হিন্দু ধর্মীয় নেতা রঞ্জিত কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রক কুমার দাস, সহ-সভাপতি মাখন দাস, মোদিরাম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, সম্পতি সংরক্ষন আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কশিন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের প্রনয়ন সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি নিয়ে আন্দোলনের অংশ হিসেবে গণঅনশনের আয়োজন করেন তারা। 

কর্মসূচি থেকে অবিলম্বে এসব দাবি আদায়ের জন্য সরকারের প্রতি আহব্বান জানান নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি