ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪

সাইকেলের সিটের নিচে ১৫টি সোনার বার, আটক ১

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৩, ১৮ নভেম্বর ২০২২

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালী সড়কের সীমান্ত এলাকা থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়। আটক ইমানুর রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর পুটখালী সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক বাইসাইকেল আরোহী যুবককে গতিরোধ করা হয়। এ সময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নীচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার
করা হয় এবং তাকে আটক করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি