ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভেন্টিলেটর ভেঙে মন্দিরে প্রবেশ, প্রতিমার গয়না চুরি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২১ নভেম্বর ২০২২

ঝালকাঠির নলছিটি উপজেলা পৌর শ্মশানঘাটের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিমায় থাকা গয়নাসহ মালামাল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি প্রান্তিক দাস ও স্থানীয় পুলিশ। এর আগেও এই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করে নলছিটি থানা পুলিশ।
   
শ্মশান কমিটির কয়েকজন সদস্য জানান, অজ্ঞাত চোরের দল ভেন্টিলেটর ভেঙে মন্দিরে প্রবেশ করে। সেখানে পূজা
মণ্ডপের কালী প্রতিমায় পড়ানো স্বর্ণালঙ্কারসহ একটি পানির পাম্প মেশিন ও প্রণামী হিসাবে দান করা বেশকিছু নগদ অর্থও নিয়ে গেছে।

শ্মশান কমিটির সভাপতি প্রান্তিক দাস জানান, ‘এর আগেও কয়েকবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। আজকের চুরির পর পুলিশ এসে সবকিছু দেখে গেছে। আমরা এ ব্যাপারে নলছিটি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ ব্যাপারে নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘খবর শোনার পর ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি