ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নকল স্বর্ণের মূর্তি বিক্রির মূলহোতা স্ত্রীসহ গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ২৮ নভেম্বর ২০২২

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক চক্রের অফিজ গ্রুপের প্রধান রফিকুল ইসলাম ওরফে অফিজ (৫০) ও তার স্ত্রী রুপজান বেগম (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে র‌্যাব-৫’র একটি দল উপজেলার আয়েশ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপলসন দড়িপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে উপজেলার আয়েশ গ্রামের আয়েশ মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে প্রতরণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা অফিজ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

রাতেই গ্রেফতারকৃতদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা আরও জানান, এর আগে প্রতারণার শিকার লালপুরের তরিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ২০ নভেম্বর সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে  গ্রেফতার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি