ডাকবাংলো থেকে জেলা পরিষদের হিসাব রক্ষকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫:৫৯, ৩০ নভেম্বর ২০২২
সিরাজগঞ্জের জেলা পরিষদের ডাকবাংলো থেকে হিসাব রক্ষক সুরজিৎ মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পরিবারের উপস্থিতিতে ডাকবাংলোর কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় মৃতের লাশ ফাঁসিতে ঝুলছিল।
তিনি ডাকবাংলোর এই কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। সকালে তার দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় পুলিশ এসে বার বার সজোরে কড়া নারলেও ভেতর থেকে শব্দ পাওয়া যাচ্ছিলো না।
পরে তার পরিবারকে খবর দেয়া হয়। তাদের সামনে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এসময়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ময়নাতদন্ত শেষে পরিষদের একজন কর্মকর্তার নেতৃত্বে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
নিহতের বাড়ি পাবনা শহরের রাধানগর মহল্লায়, তিনি মৃত রবীন্দ্র মজুমদারের ছেলে।
এদিকে লাশ উদ্ধারের পর নিহতের স্ত্রী শেফালি মজুমদার বলেন, “রাতে সে আমার সঙ্গে মোবাইলে কথা বলেন এবং বেতন পেলে এসে বাজার করে দিবেন বলে জানান।”
একে পরিকল্পিত হত্যা বলে দাবি করে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান তিনি।
নিহতের বড় ভাই সুবির মজুমদার বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এএইচ
আরও পড়ুন