ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চলছে না বাস-ট্রাক, দুর্ভোগে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ২ ডিসেম্বর ২০২২

১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৮ জেলায় ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে চলছে না কোনো যানবাহন। 

শুক্রবার সকাল হতেই সড়ক-মহাসড়কে কোনো বাস-ট্রাককে চলতে দেখা যায়নি। 

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে অবস্থান করা দেশের বিভিন্ন স্থানে যাবার জন্য যাত্রীরা জড়ো হন। কিন্তু গণপরিবহন না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। 

হঠাৎ দু’একটি গাড়ি মিললেও তাতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।

তবে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি সুলতার মাহামুদ জানান, ১০ দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি