ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিজয় দিবসের অনুষ্ঠানে হি‌ন্দিগানের তালে অশ্লীল না‌চ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:১০, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উদযাপ‌নে নানা কর্মসূ‌চি গ্রহণ ক‌রে রাজবাড়ী বা‌লিয়া‌কা‌ন্দির নবাবপুব ইউনিয়ন প‌রিষদ। এই কর্মসূ‌চির সাংস্কৃতিক অনুষ্ঠান প‌র্বে এক‌টি হি‌ন্দি গা‌নের তা‌লে ইউপি সদস‌্য (‌মেম্বর) আবু তা‌লে‌বের অশ্লীল এক‌টি না‌চের ভি‌ডিও ভাইরাল হয়ে‌ছে সামা‌জিক মাধ‌্যমে।

এতে বি‌ভিন্নস্ত‌রের মানু‌ষের মা‌ঝে ব‌্যাপক আলোচনা-সমা‌লোচনার জন্ম হয়েছে।

‌মোবাইলে ধারণ করা ১ মি‌নিট ৪৮ সেকে‌ন্ডের এক‌টি ভি‌ডিওতে দেখা যায় ওই ইউপি সদস্য এক নারীর সঙ্গে হিন্দি গানের তালে তালে নাচছেন।

নবাবপুরের ৯নং ওয়ার্ড সদস‌্য আবু তা‌লেব এমন কর্মকা‌ণ্ডের জন‌্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, সবার অনুরোধে তি‌নি স্ট্রেজে উঠেছিলেন।

নবারপুর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান বাদশা আলমগীর জানান, এটা অশ্লীল কোন নৃত‌্য নয়। মাত্র ক‌য়েক মি‌নিট গান‌টি বাজার পর বন্ধ ক‌রে দেয়া হয়েছে। তাছাড়া উপ‌স্থিত সবার অনুরোধে ওই মেম্বর স্ট্রেজে ওঠেন। 

এছাড়া অনুষ্ঠানে সারাক্ষণ বাংলা গান বে‌জে‌ছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি