ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ২৯ ডিসেম্বর ২০২২

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার রাত দুইটা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘন্টা ফেরি পারাপার বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯ টায় কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

গত কয়েকদিন ধরে কুয়াশায় এই রুটি ফেরি ও লঞ্চ ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে। এতে যানবাহন সঠিকভাবে পারাপার করা সম্ভব হচ্ছেনা। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থেকে দৌলতদিয়া-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবারও যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত কয়েকশ’ যানবাহন ফেরি পারের অপেক্ষায় সড়কে সিরিয়ালে থাকতে দেখা গেছে। এতে ঠাণ্ডা ও শীতের প্রকোপে যাত্রী ও চালকেরা পড়েছেন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, বর্তমানে প্রতিদিনই ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকছে। আজও রাত ২টা থেকে সকাল সাড়ে ৯ পর্যন্ত সাড়ে ৭ ঘন্টা পারাপার বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে ১০টি ছোট বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি