ঢাকা, সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩

হিমেল বাতাসের ঠাণ্ডায় মাদারীপুরে জনজীবন বিপর্যস্ত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৫ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে গত কয়েক দিন ধরে প্রচণ্ড কুয়াশায় সূর্যের দেখাই মেলে না। সেই সঙ্গে বইছে ঠাণ্ডা হিমেল বাতাস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মাদারীপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ২শ’ মিটার ভিজিবিলিটি মাত্রায় ঘন কুয়াশা পড়ছে। রাতের বেলায় তার মাত্রা আরও বেড়ে যায়। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীত বেড়েছে। 

এই পরিস্থিতি আরও বেশ কিছুদিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মাদারীপুর আবহাওয়া পরিদর্শক আবদুর রহিম।

শীত থেকে রক্ষা পেতে শীতবস্ত্র কিনতে মানুষের ভীড় দেখা গেছে রাস্তা ঘাটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি