ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ কাজিপুরে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে পাইকপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক আব্দুস সোবহান (৪০) নিহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাজিপুর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা ও এলাঙ্গী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। উপজেলার পাইকপাড়া এলাকায় পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। 

এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি