সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২
প্রকাশিত : ১৫:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকা হতে ২০ লাখ টাকার হেরোইনসহ ২ জন মাদককারবারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার সকালে এ তথ্য জানান র্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানিজদা বেগম (৩০) ও পাবনার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদুর রহমান জানান, শনিবার সকালে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার নিউমার্কেট এলাকার জাকির হোসেনের কাপড়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। তখন ২০ লাখ টাকার ২১০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদককারবারিকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন