ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহকারী খাইরুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের স্ত্রীর ভাই গোলাম সারোয়ার ঝন্টু। 

অফিস চলাকালীন অধ্যক্ষের রুমেই এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, বিভিন্ন সময় মাদ্রাসার তহবিল এবং অন্যান্য দুর্নীতির বিষয়ে সভাপতি গোলাম সারোয়ার ঝন্টুর সঙ্গে তার মতের অমিল ছিল। সভাপতি তার পক্ষে সাক্ষী দিতে চাপ প্রয়োগ করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় লাঠি দিয়ে বেধড়ক পিটান তিনি। 

পরে, গুরুতর আহত হয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেছেন এবং শিক্ষক-কর্মচারীরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। 

আহত খায়রুল ইসলাম হালিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং হালিমপুর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব।

এরআগেও একাধিক শিক্ষকের সাথে খারাপ আচরণ করার অভিযোগ আছে সভাপতি গোলাম সারোয়ার ঝন্টুর বিরুদ্ধে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি