ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় ৩ কোটি ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গা বিজিবি কতৃক বিভিন্ন সময়ে আটককৃত ৩ কোটি ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা করেছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি হেড কোয়ার্টারে বিপুল পরিমাণের মাদক ধ্বংস করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

পরে ২৬ হাজার বোতল ফেনসিডিল, ৪ হাজার ৭০০ বোতল মদ, ৬৭০ কেজি গাজা, ৬০০ পিস ইয়াবা, ১০ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট, বিড়িসহ নেশা জাতীয় ইনজেকশন, হিরোইন ও কোকেন ধ্বংস করা হয়।

২০২০ সালের ১ জুন হতে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত থেকে এ সকল মানকদ্রব্য মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি