প্রথম প্রহরে মেহেরপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ০৯:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩
 
				
					মেহেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার রাতের মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খাঁন পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইবরাহীম শাহীন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।
দিনের অনান্য কর্মসুচির মধ্যে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ভাষা সৈনিকদের সংবর্ধনাসহ নানা আয়োজন।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































