ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মো. হাবিব বেপারী (২৪), মো. নেছার হাওলাদার (৪০), মো. মাহাবুব প্রধানিয়া (৫০)।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রশিদ জানান, নিহতদের নাম ঠিকানা এখনো চূড়ান্ত নয়। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠাবে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি